তাহসান-রোজার হানিমুনের ছবি নেটিদুনিয়ায় ভাইরাল

তাহসান-রোজার হানিমুনের ছবি নেটিদুনিয়ায় ভাইরাল
আবার বিয়ের পিড়িতে বসেছেন তাহসান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে। এই বিয়ে কে ঘিরে ছিল তুমুল জল্পনা কল্পনা । ৭ জানুয়ারি মালদ্বীপে হানিমুনে গিয়েছেন তারা। রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টার পর সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুকে সাগর পাড়ে নিজেদের রোমান্টিক ছবি প্রকাশ করেন রোজা। ক্যাপশন দিয়েছেন ‘জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত’, তাহসানের স্ত্রীর পোস্ট করা সেসব ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। মধুচদ্রিমার ছবিতে সাগর পাড়ে লাল পরী মনে হচ্ছে নববধূ রোজাকে। এই ছবিতে কেউ মন্তব্য করেছেন, ‘চাঁদের আলো।’ কেউ বা লিখেছেন, ‘এক ফ্রেমে তিনটি চাঁদ।’ কেউ শুভকামনা জানিয়েছেন, ‘অটুট থাকুক আপনাদের এ বন্ধন।’ তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। দুই বছরের বেশি সময় তিনি সেখানে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন। সেগুলো প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোজা থাকেন নিউইয়র্কের জ্যামাইকাতে। তবে বাংলাদেশেই তাহসান খানের সঙ্গে তাঁর পরিচয়। গত বছর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। তাহসান ও রোজা দুজনেই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়।